রাজশাহী থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপরহরণকারী যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকা থেকে অপহৃত ১৪ বছরের এক নাবালিকা স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণের মূলহোতা সুমন বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গত মঙ্গলবার রাত ১টার দিকে নওগাঁর আত্রাই থানার কুমরইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অপহরণের ঘটনার পর র্যাব দ্রুত অভিযান শুরু করে। আরও জানানো হয়, ভিকটিম ৮ম শ্রেণির শিক্ষার্থী।
গ্রেপ্তারকৃত আসামি নওগাঁর নিয়ামতপুর থানার কুমরইল এলাকার বেলাল হোসেনের ছেলে সুমন বাবু (১৪)। সে দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীর প্রতি কু-প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দিত।
গত শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রীটি প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে রাজপাড়া থানার তেরখাদিয়া স্টেডিয়ামের সামনে পৌঁছালে সুমন জোরপূর্বক তাকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। র্যাব-৫ এর গোয়েন্দা নজরদারি ও অভিযানিক দলের তৎপরতায় নওগাঁ জেলার আত্রাই থানার কুমরইল এলাকায় অভিযান চালিয়ে সুমন বাবুকে গ্রেপ্তার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি ও ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।