ঢাকা | অক্টোবর ২৩, ২০২৫ - ১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে জাতীয় সড়ক দিবস পলিত

  • আপডেট: Wednesday, October 22, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: গতকাল বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিআরটিএ রাজশাহী সার্কেল এবং জেলা প্রশাসন যৌথভাবে এ সভা আয়োজন করে। জেলা প্রশাসক আফিয়া আখতার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিআরটিএ’র পরিচালক ইঞ্জিনিয়ার পার্কন চৌধুরী। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও জেলা প্রশাসক বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। পরে কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’।

নিসচা
দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিসচার রাজশাহী জেলা কার্যালয় (কাজিহাটা গ্রেটার রোড) থেকে র‌্যালিটি শুরু হয়ে লক্ষ্মীপুর মিন্টু চত্বর ও সিএন্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোনাজাত করা হয়। বিশেষভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রবর্তক প্রয়াত জাহানারা কাঞ্চনের ৩২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে নিসচার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান, জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায়ও বিশেষ দোয়া করা হয়।

নিসচার রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা, লায়ন্স ক্লাব অব রাজশাহীর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম আরিফ।

পবা
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে পবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, ইউআরসি ইন্সট্রাক্টর রেহেনা বেগম প্রমুখ।

মোহনপুর
রাজশাহীর মোহনপুরেও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় “নিরাপদ সড়ক চাই” মোহনপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক হয়ে থানার মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জোবায়দা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।

চারঘাট
রাজশাহীর চারঘাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা একাডেমি সুপারভাইজার রাহেদুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। বক্তব্য রাখেন, বিআরটিএ’র সহকারি পরিচালক শাহজামাল হক, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর শফিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা ট্রাফিক আইন মেনে সকলকে সড়কে চলাচলের আহবান জানান। শেষে ১০ জন মোটরসাইকেল চালককে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন অতিথিরা।