রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সদস্যদের ধন্যবাদ দিলেন পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সকল কর্মকর্তা ও সদস্যসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
আজ বুধবার মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি এই ধন্যবাদ জানান।
সভায় মহানগরীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় পুলিশ কমিশনার কিশোর অপরাধ দমন, মাদক উদ্ধার অভিযান, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় গত সেপ্টেম্বর মাস পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারী, এসআই (নি:) তাজউদ্দিন, রাজপাড়া থানা, সার্জেন্ট তোফায়েল আহমেদ এবং এএসআই (নি:) আসাদুজ্জামান, বোয়ালিয়া থানাকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ।
এছাড়া আরও ১৩ জন পুলিশ অফিসারকে তাদের কর্মদক্ষতার ভিত্তিতে অর্থ পুরস্কারে ভূষিত করেন পুলিশ কমিশনার। সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।
সোনালী/জগদীশ রবিদাস