রাকসু নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এর ফলাফল বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
এদিন দুপুরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, নির্বাচন কমিশনার প্রফেসর মো. আমিনুল হক, প্রফেসর মোহা. এনামুল হক, প্রফেসর মোস্তফা কামাল আকন্দ, প্রফেসর আব্দুল হান্নান, প্রফেসর নিজাম উদ্দিন, প্রধান রিটার্নিং অফিসার ও রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর সেতাউর রহমান, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হাসনাত কবীর, হিসাব পরিচালক (অতি. দায়িত্বে) প্রফেসর মোহাম্মদ নিঝর রহমানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।