ঢাকা | অক্টোবর ২৩, ২০২৫ - ৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা কাজ করলে উন্নয়ন কার্যক্রম গতিশীল হবে: বাঘার ইউএনও

  • আপডেট: Wednesday, October 22, 2025 - 10:00 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকের সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি আক্তার।

গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বাঘা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফ মিঞা।

সাংবাদিক নুরুজ্জামানের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি,বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী।

ইউএনও ও বাঘা পৌর প্রসাশক শাম্মি আক্তার বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা দায়িত্বশীলভাবে কাজ করলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আড়ানী পৌর প্রসাশক সাবিহা সুলতানা ডলি বলেন, জনগণের সমস্যা অভিযোগ ও প্রত্যাশা সাংবাদিকদের মাধ্যমেই প্রশাসনের কাছে দ্রত পৌঁছে যায়। তাই গঠনমূলক সংবাদ ও ইতিবাচক সমালোচনার মাধ্যমে সমাজের পরিবর্তন আনা সম্ভব।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান, অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সদস্য নয়াদিগান্ত আসলাম আলী, আমার দেশ আশরাফুল আলম, যুগান্তর-সোনার দেশের আমানুল হক আমান, কালের কণ্ঠ ও সোনালী সংবাদের লালন উদ্দীন, আজকের পত্রিকার গোলাম তোফাজ্জল কবীর মিলন, ইনকিলাব-রাজবার্তার ফজলুর রহমান মুক্তা।