ঢাকা | অক্টোবর ২৩, ২০২৫ - ২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ

  • আপডেট: Wednesday, October 22, 2025 - 10:02 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রাণিসম্পদ বিভাগের সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০ জন সুবিধাভোগীর মাঝে ২ কেজি ছাগলের খাদ্য, ৪টি করে সিমেন্টের পিলার, ২টি করে ঢেউটিন ও ৫টি করে প্লাস্টিকের ম্যাট উপকরণ হিসেবে বিতরণ করা হয়।

উপকরণ বিতরণ করেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস। এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডা. গোলাপ হোসেন, অফিস সহকারী কম কম্পিউটার অপারেটর গোপাল চন্দ্র দাস ও ভিএএফ রাশেদুল ইসলামসহ ২০০ জন সুবিধাভোগী উপস্থিত ছিলেন।