ঢাকা | অক্টোবর ২৩, ২০২৫ - ২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার তিন ডাকাত গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, October 22, 2025 - 10:13 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর বেজোড়া মোড় ১৯ দোকানে ডাকাতি মামলার তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার তাদের নিজ-নিজ বাড়ি থেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা সম্প্রতি সরাইগাছি-আড্ডা সড়কের বেজোড়া মোড় নামক স্থানে ১৯টি দোকানে ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি। আসামিরা হলেন- উপজেলার বেজোড়া মোড়ে শফিকুলের ছেলে খালেক ওরফে মিস্টার, আকিমুদ্দিনের ছেলে মামুনুর রশিদ ও সাইদুরের ছেলে জাহাঙ্গীর। গ্রেপ্তারকৃতদের ব্যাপারে পোরশা থানায় ডাকাতি মামলা রয়েছে।

থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে। তারা সকলেই সক্রিয় ডাকাত দলের সদস্য। এদের সাথে আরও সদস্য রয়েছে; তাদের ধরার চেষ্টা অব্যাহত আছে। তিনি আরও জানান, পোরশা উপজেলার রাস্তাগুলিতে অতীতে যে ডাকাতি হয়েছে, তা তিনি জিরো টলারেন্সে নিয়ে আসতে চান। এই রাস্তা দিয়ে সকলে নিরাপদে চলাচল করতে পারবে বলে তিনি আসা প্রকাশ করেন। তবে ডাকাতির ঘটনায় তিনি রাস্তার দুই পাশে ঝোপঝাড় ও বিভিন্ন ধরনের গাছ থাকার কারণে ঘটছে বলে মনে করছেন।