পদ্মায় মিঠাপানির সেই কুমিরের দেখা পায়নি বন বিভাগ, চলছে সতর্কতা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মা নদীর চরে মিঠাপানির কুমির দেখা গেছে বলে দাবি করেন এক দম্পতি। তবে গত কয়েকদিন ধরে চেষ্টা চালিয়েও সেটির দেখা পাননি স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, কুমিরটি হয়ত মূল পদ্মায় চলে গেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজশাহীর ষাটবিঘা চরে পাখির ছবি তুলতে গিয়ে কুমিরটি দেখেছেন বলে জানান আলোকচিত্রী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা। তারা ড্রোন ও ক্যামেরায় প্রাণীটির ছবি ও ভিডিও ধারণ করেন। কুমিরের ছবিটি রাজশাহীর পদ্মানদীর টি-বাঁধের উলটো দিকে থেকে তুলেছেন বলে জানান ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা দম্পতি।
এদিকে পদ্মায় কুমিরটিকে বিরক্ত না করতে গত মঙ্গলবার রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে নগরীর শ্রীরামপুর এলাকায় জেলেদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, গত ৬ দিন আগে ইভা ও কায়েস দম্পতি এই কুমিরটির ছবি তুলেন। তবে এরপর থেকে এটির দেখা আমরা পাইনি। গতকাল বুধবার সকালেও আমরা ৯টায় এসেছি।
তবে কুমিরের দেখা পাইনি। এতক্ষণ পানির নিচে থাকার কথা নয়, ওপরে উঠে আসার কথা। আমাদের ধারণা এটি মূল পদ্মায় চলে গেছে। তিনি আরও বলেন, আমরা চরের জেলেদের সঙ্গে কথা বলছি ও লিফলেট বিতরণ করছি। যেখানে কুমির দেখা গেছে সেখানে গোসল করতে বা মাছ ধরা থেকে বিরত থাকতে বলছি। তবে মিঠা পানির কুমির এটি প্রথম নয়। এর আগেও গত বছর আমরা রাজশাহীর গোদাগাড়ী ও চারঘাটে দেখেছি। তবে এইবার এটিই প্রথম দেখা গেছে।