ঢাকা | অক্টোবর ২৩, ২০২৫ - ৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট: Wednesday, October 22, 2025 - 10:57 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ডুবে আহম্মদ উল্লাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সদর উপজেলায় এ ঘটনা ঘটে। সে চরবাগডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোয়ালডুবি ছাপাপাড়া গ্রামের সোহবুল ইসলামের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে গ্রামের পাশ দিয়ে যাওয়া পদ্মায় গোসলে নামে আহম্মদউল্লাহ। গোসলের এক পর্যায়ে সে ডুবে গেলে স্থানীয় ও স্বজনরা ঘটনাটি টের পেয়ে নদীতে খোঁজ শুরু করে।

দুপুর ২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়। সংশ্লিস্ট নারী ইউপি সদস্য সাফিয়া বেগম বলেন, শিশুটি গ্রামেরই একটি বিদ্যালয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাটি খোঁজ করে দেখা হচ্ছে।