গোদাগাড়ীতে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: গোদাগাড়ী উপজেলা নিবার্হী অফিসারের সম্মেলন কক্ষে এসিডির আয়োজনে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়।
শিশুদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখার, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য সহসাথীদের শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে শিশুদের অংশগ্রহণে কমিউনিটি সংলাপে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
এসময় অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক, যুব উন্নয়ন অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা আমিরুর ইসলাম, গোদাগাড়ী থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসাইন, সোনাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। এসিডি প্রকল্প সম্বয়কারী আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং এসিডি প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।