ঢাকা | ডিসেম্বর ৭, ২০২৫ - ৫:৪২ অপরাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল যুবকের

  • আপডেট: Wednesday, October 22, 2025 - 10:57 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে পুকুরে শাপলা তুলতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মিঠুন হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে উপজেলা মাড়িয়া ইউপির পালি দক্ষিণ পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত ওই এলাকার সিদ্দিক হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর থেকে মিঠুন হোসেনের বাড়ি ফিরতে দেরি হওয়াতে তার মা খুঁজতে থাকেন। একপর্যায়ে আত্মীয়স্বজন এলাকাবাসী সহযোগিতায় বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে একটু দুরে লুৎফর রাহমানের পুকুরে তার মরদেহ দেখতে পান।

পরে তাকে সেই পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, নিহত মিঠুন হোসেন শাপলা উত্তোলনের জন্য সেই পুকুরে নেমেছিলেন। কিছু শাপলা তুলে পুকুর পাড়ের ওপর রাখে, আবার পানিতে নামে এবং সেখানেই মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। দুর্গাপুর থানার ওসি আতিকুল ইসলাম জানান, পানিতে ডুবে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।