চাঁপাইনবাবগঞ্জে বিএডিসি ও বীজ ডিলারদের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছে বিএডিসি সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশন।
বুধবার দুপুরে জেলা শহরের একটি হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে কৃষক সহজেই সময়মতো সার পাবেন এবং তা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে পৌঁছে যাবে। এতে কোনো জটিলতা বা বৈষম্য থাকবে না।
বক্তারা আরও বলেন, এই নীতিমালা কার্যকর হলে বিএডিসি ও বিসিআইসি-উভয় প্রতিষ্ঠানের অধীন ডিলারদের মধ্যে সমতা নিশ্চিত হবে। সকল ডিলার সমান মর্যাদা পাবেন এবং সার বরাদ্দ- বিতরণ ও তদারকিতে আর কোনো সমন্বয়হীনতা থাকবে না। এতে স্বচ্ছতা ফিরে আসবে।
তবে, বক্তারা কমিশন বৃদ্ধির দাবি জানান। তারা সতর্ক করেন, কমিশন না বাড়ানো হলে দুর্নীতি বাড়তে পারে এবং নতুন নীতিমালার সুফল থেকে কৃষক ও ডিলার উভয়ই বঞ্চিত হতে পারেন। তাই দ্রুত সমন্বিত সার নীতিমালা বাস্তবায়ন করে কৃষক ও ডিলার উভয়ের স্বার্থ সুরক্ষার দাবি জানান বক্তারা।
এদিকে, বিদ্যমান ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০০৯’ বহাল রাখা এবং ডিলারদের কমিশন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জসহ দেশব্যাপী আন্দোলন করে আসছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেল আহম্মেদসহ নের্তৃবৃন্দরা।