ঢাকা | নভেম্বর ৯, ২০২৫ - ৮:১৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ড্রেস গাইডের ‘ডিজি ড্যাপার বেসপোক’র উদ্বোধন

  • আপডেট: Sunday, October 19, 2025 - 10:47 pm

স্টাফ রিপোর্টার: আজ রোববার রাজশাহীতে ড্রেস গাইডের ‘ডিজি ড্যাপার বেসপোক’ নামে দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকালে চেম্বার ভবনের সামনে Dg dress Guide dapper উদ্বোধনে উপস্থিত ছিলেন ড্রেস গাইডের প্রোপ্রাইটর সুলতান ইসলাম টিপু, ডেপুটি কন্ট্রোলার সংগীত বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় নিজামুল হুদা, অধ্যক্ষ আহাদ আলী, ব্যবসায়ী কামরুজ্জামান কোয়েল, ফারুক হোসেন, মুরসালিন, শহিদুল আজাদ শোভন, অ্যাডভোকেট হামিদুল এস এম সিমরান ফাহিম, সাংবাদিক জাবিদ অপু প্রমুখ।