ঢাকা | অক্টোবর ২০, ২০২৫ - ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট: Sunday, October 19, 2025 - 10:41 pm

স্টাফ রিপোর্টার: বিদ্যমান সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯ বহাল ও কমিশন বৃদ্ধির দাবিতে বাংলাদশ ফার্টিলাইজার অ্যাসোসিয়শেন, রাজশাহী ও চাঁপাইরবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

রোববার রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে অত্র অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ওছমান আলী বলেন, গত ৩০ সেপ্টেম্বর মিডিয়ার মাধ্যমে তারা জানতে পারেন সার ডিলার নিয়োগ নীতিমালা- ২০২৫ নামে একটি নীতিমালা কৃষি মন্ত্রণালয় কর্তৃক একতরফা ভাবে খসড়া অনুমোদন দিয়েছে, যা আগামী জানুয়ারি-২০২৬ সালে কার্যকর করা হবে। সমগ্র বাংলাদেশের সার ডিলারদের সংগঠন বিএফএ’র পক্ষ থেকে এই নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। সেইসাথে ২০০৯ সালের নীতিমালা বহাল রাখারও দাবি জানান তিনি।

মানববন্ধনে তিনি আরও বলেন, রাজশাহী জেলায় মোট ইউনিয়ন ও পৌরসভা ৮৬টি এবং জেলায় বিসিআইসি সার ডিলার রয়েছে ৮৯ জন এবং বিএডিসি ডিলার ১৩১ জন। সার ডিলার নিয়োগ ও সমন্বিত নীতিমালা ২০০৯ মোতাবেক প্রতিটি ইউনিয়নে ১ জন সার ডিলার নিয়োগ এর বিষয়ে বলা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ১ জন পূর্বের নিয়োগকৃত বিসিআইসি সার ডিলারগণকে বহাল রাখার দাবি জানানো হয়। মানবন্ধন শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিনুল হাসান এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন খসড়া নীতিমালা বাস্তবায়ন করার আগে বিদ্যমান স্টেক হোল্ডার তথা সার বিপণন নিয়োজিত ডিলারদের মতামত নেয়া হয়নি বা এ সংক্রান্ত সভায় তাদেরকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। অপরদিকে ডিলারদের ট্রাকযোগে সার পরিবহনের পরিচালনা ব্যয় বৃদ্ধি হওয়া সত্ত্বেও কমিশন বৃদ্ধির প্রস্তাব/সিদ্ধান্ত ফাইল বন্দি। অসাধু ব্যবসায়ীদের শাস্তি দেয়া হোক এতে তাদের আপত্তি নাই।

আসন্ন ইরি-বোরো ধান উৎপাদনের পিক মৌসুম এ ক্রান্তিলগ্নে নতুন সার ডিলার নিয়োগের লক্ষ্যে প্রণয়নকৃত খসড়া নীতিমালার কার্যক্রমে অহেতুক বিদ্যমান সার ডিলারদের হয়রানি না করার জন্য জেলা প্রশাসক ও সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির নিকট সকল সার ডিলারদের পক্ষ থেকে অনুরোধ করা হয়। অন্যথায় কৃষি উৎপাদন যেমন ব্যাহত হবে। এতে সার্বিকভাবে ডিলার ও খুচরা বিক্রেতারাও প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। চলতি ইরি-বোরো ভরা মৌসুমে কৃষকের দোরগোড়ায় সময়মত সার পৌঁছাতে না পারলে দেশ কাঙ্খিত খাদ্য উৎপাদন থেকে বঞ্চিত হয়ে দেশে খাদ্য ঘাটতি পরিলক্ষিত হবে বলে উল্লেখ করেন তারা।

নতুন নীতিমালাতে একটি ইউনিয়নের ৩জন ডিলার নিয়োগ প্রস্তাব এবং প্রত্যেক ডিলারের ৩টি সেলস সেন্টার ও গুদাম থাকতে হবে যাতে পরিচালন ব্যয় ২০০৯ নীতিমালা থেকে কয়েকগুণ বৃদ্ধি পাবে, প্রকারান্তরে সার বিপণনে অস্থির/অরাজকতা তৈরী হবে। বিনিয়োগ অনুযায়ী ডিলারের লোকসান বৃদ্ধিতে ডিলার ক্ষতিগ্রস্থ হবে। ২০২৫ সালের সার ও ডিলার নিয়োগ নীতিমালার বাস্তবায়ন স্থগিত করে ২০০৯ সালের পরীক্ষিত বিদ্যমান নীতিমালা বহাল এবং বাস্তবতার নিরীখে কমিশন বৃদ্ধির পদক্ষেপ তুরান্বিত করার দাবী জানান তারা।
বাংলাদশে ফার্টিলাইজার এসোসিয়শেন, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সাবেক সভাপতি আবুল কালামসহ অত্র অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য এবং রাজশাহী সকল সার ডিলারগণ উপস্থিত ছিলেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানান, বিদ্যমান সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা- ২০০৯ বহাল ও কমিশন বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন অ্যাসোসিয়েশনের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মানববন্ধন বক্তব্য রাখেন, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সিনিয়র সভাপতি কাজি সেতাউর রহমান, সহ-সভাপতি দানিউল ইসলাম, কোষাধ্যক্ষ নজরুল ইসলামসহ জেলা ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে বিদ্যমান সার ডিলার নিয়োগ, সার বিতরণ সংক্রান্ত নীতিমালা- ২০০৯ বহাল, কমিশন বৃদ্ধিসহ ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন নেতৃবৃন্দ।