ঢাকা | অক্টোবর ২০, ২০২৫ - ১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন অনল মন্ডল

  • আপডেট: Sunday, October 19, 2025 - 10:49 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমীর সহকারী প্রধান শিক্ষক অনল কুমার মন্ডল শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন।

গত শনিবার ঢাকায় একটি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টিসেন্টারে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে জ্ঞানতাপস ড. মুাহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদের উদ্যোগে তাঁকে সন্মাননা দেয়া হয়।

ইতিপূর্বেও তিনি বি এস বি ফাউন্ডেশন কর্তৃক তিন বার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড এবং জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় থানা এবং জেলা পর্যায়ে কয়েকবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

তিনি আন্তর্জাতিক সে¦চ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব রাজশাহীর সভাপতি এবং এপেক্স বাংলাদেশের জেলা ৯ এর ডিজির দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং বয়স্ক শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত। শিক্ষা বিস্তার, সামাজিক কার্যক্রম ও মানব কল্যাণে তাঁর যথেষ্ট ভূমিকা রয়েছে।

এপেক্স বাংলাদেশের সহযোগিতায় তিনি সিঙ্গাপুর, মালেশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে সফর করেছেন। তাঁর অ্যাওয়ার্ড পাওয়ায় রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমীর শিক্ষক কর্মচারী, ছাত্র-ছাত্রী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।