ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • আপডেট: Saturday, October 18, 2025 - 10:09 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পড়ে নিহত যুবকের খন্ড বিখন্ড লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর পৌর এলাকার নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার নুরুল্লাপুর গ্রামের মোরশেদ আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, রাজন আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে বাড়ি থেকে বের হলে তার পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিলেন না।

পরে নারায়ণপুর এলাকায় লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে যান।

এসময় তার চাচাতো ভাই রাসেল আলী তার মৃতদেহ সনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।