ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট: Saturday, October 18, 2025 - 10:31 pm

স্টাফ রিপোর্টার: ‘সত্য, সাহস, সুন্দর’ এই স্লোগানে রাজশাহীতে বর্ণিল আয়োজনে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার রাজশাহী নগরীর একটি অভিজাত রেস্তোরাঁর সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভাসহ প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য নানা আয়োজন উদযাপন করা হয়।

এসময় কালবেলাকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানস্থলে কালবেলাকে শুভেচ্ছা জানাতে এসে কেক কাটেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম আব্দুর রাজ্জাক, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল আলোচনাসভার অনুষ্ঠান পরিচালনা করেন। আমন্ত্রিত অতিথিরা কালবেলাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।