ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় বিএনপির আলোচনা সভা

  • আপডেট: Saturday, October 18, 2025 - 10:00 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর পোরশায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে নিতপুর শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির ও সকল সহযোগী অংগ সংগঠনের ব্যানারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শাহ্ জামাল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সদস্য মাহমুদুস সালেহীন। পোরশা উপজেলা বিানেপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু মাসুদ হায়দার টিপু প্রমুখ।