ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় ধানখেতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট: Saturday, October 18, 2025 - 9:35 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার নওহাটা পৌরসভার বাগসারা মোড় এলাকার একটি ধানখেত থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে আরএমপি পবা থানা।

শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানখেতের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পবা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, “সকালে ধানের জমিতে কাজ করতে গিয়ে তারা দেখতে পান ধানখেতের ভেতর একজন নারীর লাশ পড়ে আছে। কাছে গিয়ে দেখেন তাঁর শরীরে কোনো কাপড় নেই। তখনই তারা পুলিশে খবর দেই।” এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন নারীটিকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটির পরিচয় এখনও জানা যায়নি। ৪/৫ দিন আগের লাশটি ফুলে যাওয়ায় বয়স ও চেহারা বোঝা যাচ্ছেনা। পোস্ট মর্টেম রিপোর্ট পেলে এটি হত্যাকাণ্ড কিনা বা অন্য কোনো কারণ রয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, “তদন্তের স্বার্থে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি, তবে পরিচয় শনাক্তের পর মামলা দায়ের করা হবে।”