ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ

  • আপডেট: Saturday, October 18, 2025 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: শনিবার নগরীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১দফা জনগণকে অহিতকরণের লক্ষে লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা করা হয়।

রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার নেতৃত্বে এই প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সাবেক সদস্য মনিরুজ্জামান শরীফ ও আরিফুল শেখ বনি, বিএনপি বোয়ালিয়া থানার (পূর্ব) সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও বিএনপি বোয়ালিয়া থানার (পশ্চিম) সভাপতি শামসুজ্জামান মিলু। এছাড়াও রাজশাহী মহানগর বিএনপি’র অর্ন্তগত বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বিএনপি পার্টি অফিসের সামনে থেকে প্রচারণা মিছিল শুরু করেন। সেইসাথে পথচারী, দোকানদার , রিক্সা ও ভ্যানচালক, ফুটপাত ব্যাবসীয়দের মধ্যে এই লিফলেট বিতরণ করেন এবং লিফলেট বিতরণের লক্ষ ও উদ্দেশ তাদের মাঝে প্রচার করেন। তারা সোনাদিঘী মোড় হয়ে সাহেববাজার কাপড়পট্টি দিয়ে গণকপাড়া ঘুরে সমবায় মার্কেটে প্রচারণা ও লিফলেট বিতরণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে ফিরে আসেন।