ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম

ঢাকা বিমানবন্দরে অগ্নিকাণ্ড: রাজশাহীতে আসেনি ইউএস-বাংলার ফ্লাইট

  • আপডেট: Saturday, October 18, 2025 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এই ঘটনায় ইউএস -বাংলার একটি ফ্লাইট শনিবার বিকাল ৫টা ২০ মিনিটে যাত্রী নিয়ে ঢাকা থেকে রাজশাহীতে আসার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা এসে পৌঁছায়নি।

রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের ম্যানেজার দিলারা পারভিন জানান গতকাল বিকাল ৫ টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ইউ এস বাংলার একটি ফ্লাইট রাজশাহীতে অবতরণের কথা ছিল।

কিন্তু এই ঘটনার কারনে ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়। তবে আজ রোববার রাজশাহীর ফ্লাইটের সিডিউলের ব্যাপারে গতকাল শনিবার রাত পর্যন্ত নতুন কোন সিদ্ধান্ত হয়নি।