ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা টাকার অভাবে ঘুরে দাঁড়াতে পারছেন না

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগার পত্নী তলায় গত ৪ অক্টোবর ঘূর্ণিঝড়ে কলা ও পেপে ফসলের ব্যাপক ক্ষতি হয় দুই সপ্তাহ অতিবাহিত হলেও টাকার অভাবে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারছেন না। পত্নীতলা পার্টিচরা নজিপুর, নজিপুর পৌরসভা কৃষ্ণপুর এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়।
সরজমিনে জানা যায় পার্টিচরা গ্রামের কৃষক হামিদুল ইসলাম নজিপুরের জুয়েল রানা কাশিপুর গ্রামের আনারুল ইসলাম হাবিবসহ অনেকে জানান, তাদের কলা খেত সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে তারা এখন দিশেহারা, গত মৌসুমে আলুতে প্রচুর পরিমাণ লোকসান গুণতে হয়েছে কলা চাষ করতে তাদের অনেক টাকা ধার করতে হয়েছে। এই দুর্যোগে ধাক্কা তাদের জন্য এক অশনি সংকেত বলে মনে করছেন তারা।
উপজেলা কৃষি অফিস জানায় ৫৬ হেক্টর জমিতে ৭ কোটি ৭০ টাকার কলা এবং পেপে ফসলের ক্ষতি হয়েছে। কৃষকেরা টাকার অভাবে ক্ষতিগ্রস্ত জমি পরিষ্কার করতে পারছেন না। কৃষকেরা এখন চরম বিপাকে পড়েছেন। তারা আর্থিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন জানান সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট পাঠানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করতে সরকারি তৎপরতা অব্যাহত রেখেছি।