‘কৃষকের রানী আছে? কোন সে রানী?’ স্লোগানে ইলা মিত্রের জন্ম শতবর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার: নববধূ বিনোদিনী তাঁর শাশুড়ি মেহেরুনের এক হাত ধরে রেখেছেন শক্ত করে। এদিকে ছোট্ট মেয়েকে ঘাড়ে নিয়েছেন সুবল। কমলা টুডুর কোলে খিলখিল করে হাসছে তাঁর মেয়ে। তাঁরা এগিয়ে চলেছেন শুভযাত্রায়। ঘড়িতে বাজে বেলা ১১টা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফায়ার সার্ভিসের মোড়ে বেজে উঠল টামাক, মাদল, ঢাক-ঢোল, করতাল। চড়া গলায় স্লোগান উঠল, ‘রানি মা আছে? কোন সে রানি?’ জবাবে জনতার কণ্ঠে শোনা গেল ‘ইলা মিত্র, ইলা মিত্র, কৃষকের রানী ইলা মিত্র, বাঙালির রানী ইলা মিত্র’, ‘শুভ শুভ শুভ দিন, ইলা মিত্রের জন্মদিন’।
তেভাগা আন্দোলনের অবিসংবাদিত নেত্রী ইলা মিত্রের জন্মশতবর্ষ উপলক্ষে শনিবার চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র জাতিসত্তা ও বাঙালি কৃষক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ছিল এই শোভাযাত্রা।
এতে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন ক্ষুদ্র জাতিসত্তার কৃষক। তাঁরা এসেছেন নাচোলসহ জেলার বিভিন্ন এলাকা থেকে। শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীতের পর উদযাপন পরিষদের আহ্বায়ক বঙ্গপাল সরদারের সভাপতিত্বে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ডা. আলমগীর স্বপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফকলোর অ্যান্ড সোশাল ডেভলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম, আদিবাসী লেখক ও গবেষক মিথু শিলাক মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কি, সাধারণ সম্পাদক বিমল রাজোয়াড়, জাগো নারী বহ্নি শিখার সভাপতি ফারুকা বেগম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ কুমার রায়, এনজিআর-এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন, প্রথম আলো’র রাজশাহী প্রতিনিধি আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, ইলামিত্রের হাতে গড়া কৃষ্ণ গোবিন্দপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুররাত খাতুন প্রমুখ। অনুষ্ঠানের মাঝে ইলা মিত্রের জীবনী নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান গীতি পরিবেশন করে।
এদিকে, নওগাঁতেও কৃষক আদিবাসী ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তেভাগা আন্দোলনের অবিসংবাদিত নেত্রী নাচোলের রাণীমা ইলা মিত্রের জন্মশত বার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এই সমাবেশের আয়োজন করে। গতকাল শনিবার বিকেল ৪টা থেকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসুদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালিদুজ্জামান সমাবেশের উদ্বোধন করেন। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। সমাবেশে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।