ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ২:৫৩ অপরাহ্ন

শিরোনাম

জেলা দলিল লেখক সমিতির নতুন কমিটির পরিচিতি সভা

  • আপডেট: Saturday, October 18, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পবা উপজেলা দলিল লেখক সেডে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি এসএম আয়নাল হক। এসময় জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সানাউল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি শামসুর রহমান, সাধারণ সম্পাদক মামুন আর রশিদ, গোদাগাড়ী দলিল লেখক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, দুর্গাপুর দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল মজিদ মীর, চারঘাট দলিল লেখক সমিতির সভাপতি মোখলেসুর রহমান, বাঘা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শাহীন আলম মন্ডল, তানোর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল আহসান, পবা দলিল লেখক সমিতির সহসভাপতি মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ বাবলু ও পুঠিয়া দলিল লেখক সমিতির সদস্য আফজাল হোসেন, দলিল লেখক আনোয়ার হোসেনসহ জেলা দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ।

বক্তারা বাংলাদেশ দলিল লেখক সমিতির সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি গড় মূল্য তালিকা বৃদ্ধি, উৎসে কর নির্ধারণ ও দলিল লেখকদের আয়কর প্রদানের যৌক্তিক নীতিমালা প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, দলিল লেখকদের পেশাগত স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রত্যেক সদস্যকে কার্যকর ভূমিকা রাখতে হবে।