ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম

জনপ্রিয়তা না থাকায় ‘পিআর’ নিয়ে ষড়যন্ত্র করছে জামায়াত: মিলন

  • আপডেট: Friday, October 17, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: জনপ্রিয়তা না থাকায় নির্বাচনে ‘পিআর’ পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামী ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

তিনি বলেছেন, ‘‘জামায়াত নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করলেও জনপ্রিয়তা না থাকায় এখন পিআর পদ্ধতি নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।’’ এসময় তিনি সকল ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও জনগণকে একত্রিত থাকার আহ্বান জানান।

আজ শুক্রবার বিকালে পবার পারিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র আয়োজনে মতিয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহল্লা কমিটি গঠনের লক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল হক মিলন বলেন, ‘‘আওয়ামী লীগ প্রকল্পের নামে দেশব্যাপী লুটপাটের রাজত্ব করে গেছে। নতুন করে তারা কোন কিছুই করে যেতে পারেনি। বিএনপি’র আমলে যে সকল রাস্তাঘাট হয়েছিলো; তার উপর দিয়ে নতুন করে প্রকল্প তৈরি করে হাজার-হাজার কোটি টাকা লোপাট করে দেশটাকে তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে।’’

মিলন বলেন, ‘‘বিগত সতের বছর একজন মাত্র দেশে ভোটার ছিলো। তিনি হলেন স্বৈরাচার খুনি হাসিনা। তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন। তার বাবা শেখ মুজিবও ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পূর্বে দেশ ছেড়ে পালিয়েছিলো। শেখ হাসিনা পালানোর আগে তার পরিবারের এবং নিকটজনদের পালাতে সাহায্য করেছিলেন। কিন্তু তার দলের লোকজন এবং দেশের জনগণের কথা তিনি ভাবেননি।’’

পারিলা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মখলেসুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাবলুর রশিদ, আবুল কাশেম মেম্বর, সাবেক যুবদল নেতা আব্দুস সাত্তার, শফিকুল ইসলাম শফিক, পবা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এদিকে সন্ধ্যায় বড়গাছী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে তিনি একই রকম কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি সকালে নওহাটা পৌরসভার চৌবাড়িয়া পল্লী উন্নয়ন ক্লাবের আয়োজনে দুইদিনব্যাপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

সোনালী/জগদীশ রবিদাস