ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী শহরে ডিমের দাম বেড়েছে

  • আপডেট: Friday, October 17, 2025 - 9:15 pm

স্টাফ রিপোর্টার: হেমন্তের শুরুতেই প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এর সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পেতে শুরু করেছে ডিমের দাম। ৪ দিনের ব্যবধানে প্রতিটি ডিমে দাম বেড়েছে ১ টাকা।

শুক্রবার রাজশাহী মহানগরীসহ এর উপকন্ঠের বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল প্রতিহালি সাদাডিম ৪০ থেকে ৪২ এবং লালডিম ৪৪ থেকে ৪৬ টাকায় বিক্রি হয়েছে। অথচ ৪ দিন আগে প্রতিহালি সাদাডিম ৩৬ থেকে ৩৮ এবং লালডিম ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হয়েছে। হটাৎ করে এই দাম বৃদ্ধিতে মধ্যবৃত্তরা হতাশ হয়েছেন। বিক্রেতারা বলছেন ডিমের দাম আরও বৃদ্ধি পাবে।

এদিকে গতকাল প্রতিকেজি ছোটমাছ ২৫০ থেকে ৫০০, সিলভার কার্প ১৩০ থেকে ২০০, পাঙ্গাস ১৫০ থেকে ২৫০, রুই-কাতলা ৩০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০, সোনালী ২৮০ থেকে ৩০০, দেশি মুরগি ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে। প্রতিকেজি গরুর মাংস ৭ শ’ থেকে ৭৫০, খাসির মাংস ৯শ’ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া বাজারগুলোতে গতকাল প্রতিকেজি ফুলকপি ১৫০ থেকে ১৬০, বাধাকপি প্রতিপিস ৫০/৬০, সিম প্রতিকেজি ১৫০ থেকে ১৬০, টমেটো ১২০ থেকে ১৫০, আলু ১৮ থেকে ২০, বেগুন ৮০ থেকে ১০০, পটল ৬০, ঢেড়স ৫০, শশা ৫০ থেকে ৬০, মিস্টি কুমড়া ৫০, প্রতিপিস লাউ ৩০ থেকে ৪০, চাল কুমড়া ৪০, আদা ১৫০, রসুন ১১০ টাকা ও কাঁচা মরিচ ২৫০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া বাজারগুলোতে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫, ভারতীয় ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে।

গতকাল নগরীর কুমারপাড়ার চালের আড়তগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল পাইকারি বাজারে প্রতিকেজি গুটিস্বর্ণা ৫২/৫৩, পারিজা/ লালস্বর্ণা ৫৮ থেকে ৬০, আটাশ ৭৫, মিনিকেট ৮২, নাজির শাইল ৯৩ টাকায় বিক্রি হয়েছে।

খুচরা বাজারে প্রতিকেজি গুটিস্বর্ণা ৫৪ থেকে ৫৫, পারিজা/ লালস্বর্ণা ৬০ থেকে ৬২, আটাশ ৭৭, মিনিকেট নতুন ৮৫, নাজির শাইল ৯৫ টাকায় বিক্রি হয়েছে। এদিকে আটা খোলা ৪৫, প্যাকেট ৫২ থেকে ৫৫, প্রতিলিটার সয়াবিন খোলা ১৭০, বোতলজাত ১৮৮ থেকে ১৯০ টাকায় বিক্রি হয়েছে।