ঢাকা | অক্টোবর ১৯, ২০২৫ - ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

মোহনপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট: Friday, October 17, 2025 - 10:08 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে শেফালী রানী (৪৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮ থেকে ১১ টার মধ্যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহত শেফালী রানী উক্ত গ্রামের শ্রী বিনয়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অভাব-অনটন, অশান্তি এবং দীর্ঘদিনের অসুস্থতার জেরে শেফালী রানী নিজ শয়নকক্ষের জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়িতে ছিল না, তাই কেউ বিষয়টি টের পাননি।

পরে নিহতের স্বামী শ্রী বিনয় বাসায় গিয়ে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মোহনপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।