পুঠিয়ায় ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পুঠিয়া উপজেলার ৫ নং শিলমাড়িয়া ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটির সদস্যদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রুকুনুজ্জামান আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত আসাদুজ্জামান, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খাদেমুল ইসলাম আন্টু, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য, সোহেল সিরাজী, সাবেক প্রচার সম্পাদক রইচ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ মোসাব আলী, আহসান হাবীব পুঠিয়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক, আসাদুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জনাব মিঠুন আলী, সদস্য সচিব , রাজশাহী জেলা যুবদল নেতা মিনহাজ, পুঠিয়া উপজেলা তরুন দলের আহ্বায়ক জনাব ফজলুল হক, পুঠিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমিনুল ইসলাম শিলমাড়িয়া ইউনিয়ন সাবেক ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন, সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম, শ্রমিক দল শিলমাড়িয়া ইউনিয়ন সহ-সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জনাব আলী সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভাটি সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি শিলমাড়িয়া ইউনিয়ন শ্রমিক দল আ. হাই আকন্দ। সভাপতিত্ব করেন শিলমাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রুবেল মৃধা। সার্বিক সহযোগিতায় ছিলেন শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপি ৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ করিম।