ঢাকা | অক্টোবর ১৫, ২০২৫ - ২:২৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল বাবা-মেয়ের

  • আপডেট: Tuesday, October 14, 2025 - 10:06 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার র‌্যাব ১২ সদর দপ্তরের সামনে ট্রাকের চাপায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মা ও ছেলে।

গত সোমবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কামারখন্দ উপজেলার বহুতি ভদ্রঘাট গ্রামের আবদুল হান্নান তার স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে সলঙ্গা থানার সাতটিকরী গ্রামে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌঁছিলে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলে আবদুল হান্নানের মেয়ে হাফসা খাতুন (৩) মারা যায়। পরে গুরুতর আহত হান্নানকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় হান্নানের স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে হামজা আহত অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।