ঢাকা | অক্টোবর ১৫, ২০২৫ - ২:২৬ পূর্বাহ্ন

রাজশাহীতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

  • আপডেট: Tuesday, October 14, 2025 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: চাকরি জাতীয়করণ, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর ঢাকায় পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে বৈষম্য বিরোধী শিক্ষক-কর্মচারী ফোরাম, রাজশাহী অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির ছিলেন আদর্শ ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ ও বৈষম্য বিরোধী শিক্ষক-কর্মচারী ফোরাম রাজশাহী অঞ্চলের আহ্বায়ক সেরাজুল হক। সমাবেশে সভাপতিত্ব করেন আইডিয়াল কলেজ অধ্যক্ষ আব্দুল হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেরাজুল হক বলেন, “শিক্ষকদের চাকরি জাতীয়করণ এখন সময়ের দাবি। দেশের সব পেশার মানুষ যখন সুবিধা পাচ্ছে, তখন শিক্ষকরা কেন পিছিয়ে থাকবে? একজন শিক্ষককে সম্মান না দিলে জাতির ভবিষ্যৎ কখনও গড়ে উঠবে না। সরকারের প্রতি আহ্বান, দ্রুত আমাদের দাবি মেনে নিতে হবে।”

বাংলাদেশ শিক্ষক সমিতি পবা উপজেলা শাখার সচিব মহররম আলী খান বলেন, “সরকার প্রতি বছর বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর কথা বললেও শিক্ষকদের জীবনমান উন্নয়নের উদ্যোগ খুবই সীমিত। সরকারি চাকরির বাইরে যারা কাজ করেন, তাদের অবস্থাও করুণ। ন্যায্য ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধি না হলে শিক্ষক সমাজের মধ্যে গভীর হতাশা তৈরি হবে। ”

তিনি আরও বলেন, “যে জাতি শিক্ষকদের সম্মান দিতে জানে না, সে জাতি কখনও উন্নত হতে পারে না। আমাদের দাবি একটাই শিক্ষকদের মর্যাদা ও প্রাপ্য অধিকার ফিরিয়ে দাও।”

সমাবেশে বক্তারা বলেন, সরকার যদি দ্রুত শিক্ষকদের চাকরি জাতীয়করণ ও অন্যান্য যৌক্তিক দাবি পূরণের পদক্ষেপ না নেয়, তবে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

পবায় প্রতিবাদ সভা
এদিকে একই দাবিতে গতকাল মঙ্গলবার পবা উপজেলার এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারিগণের আয়োজনে নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসা থেকে একটি র‌্যালি নওহাটা পৌর বাজারের রাস্তা প্রদক্ষিণ শেষে নওহাটা কলেজ মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভায় মিলিত হয়।

নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ উদ্দিনের সভাপতিত্বে শিক্ষকের দাবি মেনে নিয়ে পাঠাদানে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন তেতুলাডাঙ্গা দাখিল মাদ্রসার সুপার মাওলানা আক্কাস আলী, নওহাটা আঞ্জুমানে তাওহীদ দাখিল মাদরাসার সুপার এনামুল হক, নওহাটা কেন্দ্রীয় মডেল মসজিদের ইমাম ও শিক্ষক আল-আমিন, অধ্যাপক আমান উল্লাহ। শান্তিনগর দাখিল মাদ্রসার সুপার মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় এসব কর্মসুচিতে উপস্থিত ছিলেন শিতলাই রফাতুল্লাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ বেলাল উদ্দিন, জাগিরপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাহতাব উদ্দিন, আলীগঞ্জ আলীম মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ খান, খোলাবনা আলিম মাদ্রাসার প্রধান মিকাইল, সারাংপুর দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান, বশিরাবাদ আলিম মাদ্রাসা প্রধান ইয়াহিয়া, দারুশা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ইউনুছ আলী, দারুল ইহসান দাখিল মাদ্রাসার সুপার আবু তাহের, তেঘর দাখিল মাদ্রাসার সুপার রেজওয়ানুল হক পিনু, শ্যানপুর দাখিল মাদ্রাসার সুপার শপিকুল ইসলামসহ উপজেলার সবক’টি মাদ্রসার প্রধান, শিক্ষক ও কর্মচারিগণ।