ঢাকা | অক্টোবর ১৫, ২০২৫ - ২:২৪ পূর্বাহ্ন

রাকসু নির্বাচনে ফ্যাক্টর ৪০ শতাংশ নারী ভোটার

  • আপডেট: Tuesday, October 14, 2025 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: রাকসু নির্বাচনে মোট ভোটারের প্রায় চল্লিশ শতাংশ নারী ভোটার। সেকারনে প্রচারণার শেষ দিনে ক্যাম্পাসের পশ্চিমপাড়া জুড়ে ছিল উৎসবের আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পশ্চিমপাড়ায় অবস্থিত মেয়েদের মুন্নুজান হল, রোকেয়া হল, তাপসী রাবেয়া হল, বেগম খালেদা জিয়া হল, রহমতুন্নেসা হল ও জুলাই ৩৬ হল।

এসব হলে গতকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চলে আনুষ্ঠানিক প্রচারণা। এদিন রাকসু, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা, নারী ভোটারদের মাঝে ব্যাপক প্রচারণা চালান। দুপুরের পর থেকে রাত পর্যন্ত মেয়েদের হলগুলোর সামনে ভিড় বাড়তে থাকে।

অধিকাংশ প্রার্থী মেয়েদের হলগুলোর সামনের রাস্তায় দাঁড়িয়ে প্রচারপত্র বিলি করে ভোট চান। সন্ধ্যায় পুরো সড়কটিতে ভিড় জমে যায়। প্রার্থীদের কেউবা গান গেয়ে, কেউবা কথার জাদুতে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেন। শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা, ভোট প্রার্থনায় পুরো এলাকার পরিবেশ নির্বাচনি উৎসবে পরিণত হয়।

রাকসু নির্বাচনে মহিলা বিষয়ক সম্পাদক পদের প্রার্থী নিশা আক্তার বলেন, নির্বাচনে জয়-পরাজয়ে নারী শিক্ষার্থীদের ভোট, বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। কারন মোট ভোটারের ৪০ শতাংশ নারী। সেকারণে শেষ সময়ে মহিলা হলগুলোর সামনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অধিকাংশ প্রার্থী এদিন মহিলা ভোট পেতে হলগুলোতে প্রচারণা চালিয়েছে।

রাকসুর সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আবিদ হাসান জানান, যারা প্যানেল ভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা মহিলা হলের ভিতরে প্রোজেকশন মিটিং বা প্রার্থী পরিচিতি সভা করতে পেরেছে৷ কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেটি করা কষ্টকর। সেকারণে হলের সামনে দাড়িয়ে প্রচারণা করছি।

রাকসু নির্বাচন কমিশনের তথ্যমতে, নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন। যা মোট ভোটারের ৩৯ দশমিক ১ শতাংশ। কিন্তু প্রার্থীর ক্ষেত্রে এ হার একেবারেই কম। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২৪৮ জন। এর মধ্যে মাত্র ২৫ জন নারী, যা মোট প্রার্থীর ১০ শতাংশ।

সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন প্রার্থীর মধ্যে নারী মাত্র ৮ জন, যা ১৩.৭ শতাংশ। হল সংসদে ২৫৫টি পদের মধ্যে ছাত্রীদের ৬টি হলে ৯০টি এবং ছাত্রদের ১১টি হলে ১৬৫টি পদ রয়েছে। মেয়েদের ৯০টি পদের জন্য লড়ছেন ১৩৯ জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ৩৯ জন।

৩৫ বছর পর আগামিকাল বৃহস্পতিবার ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচন। এদিন ৬ টি কেন্দ্রে নারী ভোটাররা ভোট প্রদান করবেন। ভোট গ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরপরই শুরু হবে গণনা।