ঢাকা | অক্টোবর ১৫, ২০২৫ - ২:৫৩ পূর্বাহ্ন

মোহনপুরে কোকো ক্রীড়া পরিষদের ৬ ইউনিয়ন কমিটি ঘোষণা

  • আপডেট: Tuesday, October 14, 2025 - 9:55 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের ৬টি ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক ফজলুল হকের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটিগুলো ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী ১ নং ধুরইল ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম বকুল এবং সাধারণ সম্পাদক বেলাল হোসেন। ২ নং ঘসিগ্রাম ইউনিয়নে সভাপতি সানোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। ৩ নং রায়ঘাটি ইউনিয়নে সভাপতি নওশাদ আলী এবং সাধারণ সম্পাদক মুকছেদ আলী।

৪ নং মৌগাছি ইউনিয়নে সভাপতি কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন। ৫ নং বাকশিমইল ইউনিয়নে সভাপতি আজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক সাব্বির হোসেন। এছাড়া ৬ নং জাহানাবাদ ইউনিয়নে সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দায়িত্ব পেয়েছেন।