পিআর পদ্ধতিসহ পাঁচদফা দাবিতে জামায়াতের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: ‘জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে’ রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বিকালে নগরীর জিরো পয়েন্ট, আলুপট্টি ও নিউমার্কেটের রাস্তাজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মাওলানা কেরামত আলী। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান নির্বাচনি ব্যবস্থা একদলীয় শাসনকে টিকিয়ে রাখছে। এ অবস্থার পরিবর্তনে জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।
এ ব্যবস্থায় প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বরাদ্দ হয়, ফলে ছোট দল, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘুরা সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে।
বক্তারা আরও বলেন, “ভোটার যখন ভোট দেন, তিনি চান তাঁর মতাদর্শের প্রতিফলন সংসদে ঘটুক। পিআর পদ্ধতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য, পেশিশক্তির প্রভাব ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন কমে আসবে। এতে গণতন্ত্র শক্তিশালী হবে এবং জনগণের মতামত সত্যিকার অর্থে প্রতিফলিত হবে।”
বক্তারা বলেন, বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশেও এই ব্যবস্থা বাস্তবায়ন হলে রাজনৈতিক বৈচিত্র বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা ফিরে আসবে। এসময় মহানগর যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমির ও রাজশাহী সদর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান ও সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।