নবীন সৈনিকদের শপথে নতুন প্রেরণা রাজশাহীতে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বর্ণাঢ্য প্যারেড

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০২৫ ব্যাচ রিক্রুটদের কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড।
মঙ্গলবার সকালে রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। তিনি নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপ্তির জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন।
দীর্ঘ ৩৬ সপ্তাহের প্রশিক্ষণ শেষে নবীন রিক্রুটরা বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটে যোগদান করবেন। এ বছর সর্ব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হাবিবুর রহমান এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হয়েছেন মো. সিহাব আহম্মেদ সজিব। অনুষ্ঠানে আগত প্রধান অতিথিকে স্বাগত জানান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল আফতাব হোসেন, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
রাজশাহী অঞ্চলের উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও ও অন্যান্য পদবীর সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং নবীন রিক্রুটদের পরিবারের সদস্যরা মনোজ্ঞ এই কুচকাওয়াজ উপভোগ করেন।