ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

মহানগর শ্রমিকদলের প্রতিবাদ সভা

  • আপডেট: Sunday, October 12, 2025 - 9:52 pm

স্টাফ রিপোর্টার: মহানগর শ্রমিক দলের আয়োজনে গতকাল রোববার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আওয়ামী লীগের দোসর অফিসার ও ডিজিএম আইসিটি সিস্টেম আরিফুজ্জামান কর্তৃক ৩৬শে জুলাই বীর শহিদদের ছবি সম্বলিত ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির ব্যানার ছিঁড়ে সিকিউরিটি গার্ড রুমে গার্ডের পায়ের নিচে রেখে শহিদদের প্রতি অবমাননা প্রদর্শন ও বিএনপি ঘোষিত ৩১ দফা এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি অবজ্ঞা প্রদর্শনের প্রতিবাদে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। রাজশাহী মহানগর শ্রমিক দলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি শামসুজ্জামান মিলু।

রাজশাহী মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ওয়াসা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নেসকো জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হুমায়ন কবীর, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পিন্টু ও সোনালী ব্যাংক সিবিএ সাবেক সভাপতি মাহফুজুর রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী, বিভিন্ন সিবিএ নেতৃবৃন্দগণ। এসময় বক্তারা বলেন, যারা যারা এই ব্যানার ছিঁড়ে পায়ের নিচে রেখেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। সেইসাথে তাদেরকে চাকুরী থেকে বরখাস্ত করাও দাবি জানান বক্তারা।