ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত

  • আপডেট: Sunday, October 12, 2025 - 10:04 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্দোগে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

রোববার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামী জেলা শাখার একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে এবং পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা নায়েবে আমির অধ্যাপক মুখলেসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবু বকর।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা, সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবি তুলে ধরেন। শেষে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫-দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন নেতৃবৃন্দরা।