গোদাগাড়ীতেও ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার: পদ্মা নদী থেকে উত্তোলন করে পরিশোধিত বিশুদ্ধ পানি রাজশাহীর গোদাগাড়ীতে সরবরাহের ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার জেলা প্রশাসক আফিয়া আখতারের হাতে পাঁচদফা দাবি সম্বলিত এ স্মারকলিপি তুলে দেয় গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ।
স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে, জেলার গোদাগাড়ী উপজেলা থেকে রাজশাহী ওয়াসা ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পদ্মা নদী থেকে উত্তোলিত পানি গোদাগাড়ী থেকে রাজশাহী মহানগরসহ আশপাশের এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
কিন্তু যেখান থেকে এই বিশুদ্ধ পানি নিয়ে যাওয়া হচ্ছে, সেই গোদাগাড়ী উপজেলার সাধারণ জনগণই দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। গোদাগাড়ী অঞ্চলটি বরেন্দ্র অঞ্চল। এই উপজেলার প্রতিটি গ্রামে বিশুদ্ধ খাবার পানির তীব্র অভাব বিরাজ করছে। টিউবওয়েলের পানিতে আর্সেনিকের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এছাড়াও ভূগর্ভস্থ পানির লেয়ার দিন দিন কমে যাওয়ায় স্থানীয় জনগণের বিশুদ্ধ খাবার পানির অভাবে নানাবিধ স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। গোদাগাড়ীর জনগণকে বিশুদ্ধ পানির নায্য হিস্যা থেকে বঞ্চিত করা হচ্ছে।
গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের ব্যানারে দাবিগুলোর মধ্যে রয়েছে- পদ্মা নদী হতে উত্তোলিত বিশুদ্ধ পানির একটি ন্যায্য অংশ গোদাগাড়ী উপজেলার জনগণের জন্য বরাদ্দ রাখতে হবে। গোদাগাড়ী উপজেলার প্রতিটি গ্রাম ও হাট-বাজারগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে।
পানি ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোনো প্রকল্প বা পরিকল্পনায় গোদাগাড়ী উপজেলার সংশ্লিষ্ট প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। স্থানীয় জনগণের জন্য নিরাপদ পানীয় জলের বিকল্প উৎস (পাইপলাইন, ফিস্টার প্ল্যান্ট ইত্যাদি) স্থাপন করতে হবে। সর্বোপরি গোদাগাড়ীবাসীর জন্য পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মুস্তারুজজামান লাভলু, আলহাজ্ব এনামল হক, মোকবুল হোসেন, ওবাইদুর রহমান, বেলাল আহমেদ, আব্দুল মতিন ও হযরত আলী প্রমুখ।