ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় তিনজন ছিনতাইকারী আটক

  • আপডেট: Sunday, October 12, 2025 - 10:03 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ছিনতাইয়ের সময়ে হাতে নাতে শুটার গানসহ ৩ জনকে আটক করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে মনিগ্রাম ইউনিয়নের বেড়হাসাবপুর গোরস্থান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের এলিম মন্ডলের ছেলে জনি ইসলাম (২০), বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত ইজদার আলীর ছেলে ওয়ালিউল ইসলাম ওরফে রুমন ইসলাম (১৯), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের মোহর আলীর ছেলে মনিরুল ইসলাম (২০)। জানা গেছে, ইউসুফ আলী ও ইব্রাহীম হোসেন মোটরসাইকেল নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাবাসপুর বাজার থেকে নিজ বাড়ি লালপুরে ফিরছিলেন।

তারা মনিগ্রাম ইউনিয়নের বেড়হাসাবপুর গোরস্থান এলাকায় পৌঁছালে ছিনাইকারী জনি, ওয়ালিউল ও মনিরুল একনলা বিশিষ্ট ওয়ান শুটার গান মাথায় ঠেকিয়ে পথরোধ করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয় এগিয়ে আসে তাদের আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে তাদের আটক করে। এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, তাদের নামে দ্রুত বিচার ও অস্ত্র আইনে আলাদাভাবে দুটি মামলা রজু করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।