ঢাকা | অক্টোবর ১২, ২০২৫ - ৫:০৩ পূর্বাহ্ন

রাজশাহীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

  • আপডেট: Saturday, October 11, 2025 - 10:20 pm

স্টাফ রিপোর্টার: ‘বিপর্যস্ত ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্র, মনোবিজ্ঞান বিভাগ এবং চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে আলোচনা সভা ও ওয়ার্কাসপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই আলোচনা সভা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডঃ সালেহ হাসান নকীব। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্স অফিস প্রফেসর ডক্টর মেহজাবিন হক।

সভায় বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সরকারের বিনিয়োগ মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ। যা অত্যন্ত নগণ্য। কাজেই আমাদেরকে এ বিষয়ে সতর্ক হতে হবে। মানসিক স্বাস্থ্য সহায়তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এ দায়িত্ব রাষ্ট্রের পলিসি মেক নিয়ে যারা আছে তাদের। মানসিক স্বাস্থ্যের উন্নয়ন সম্ভব যদি আমরা জানতে পারি এর চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হবে।