মোহনপুরে স্বার্থ সংরক্ষণ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোহনপুর প্রতিনিধি: ‘যাদের হৃদয় আছে তারা চলে এসো, এসে বসো আমাদের হৃদয়ের পাশে। স্বার্থ থাকলে আমরা নেই, প্যাঁচ-বুদ্ধি থাকলে আমরা নেই’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে উপজেলা স্বার্থ সংরক্ষণ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ হতে দুপুর ১টা পর্যন্ত কেশরহাট কলেজের দ্বিতীয় তলার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক। সভায় মোহনপুর উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত থেকে কমিটির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, এই কমিটি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এটি জনস্বার্থ রক্ষায় একাত্মতার প্রতীক। অনুষ্ঠানে মোহনপুর উপজেলা স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব ও মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম শেখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এসময় সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বার্থ সংরক্ষণ কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ইমন, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক কামরান হাফিজ এবং যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ সুমন। উল্লেখ্য, গত ২২ আগস্ট ২০২৫ তারিখে রাজশাহী জেলা স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক ও সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকল স্বাক্ষরিত প্যাডে ৪১ সদস্য বিশিষ্ট মোহনপুর উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়।