ঢাকা | অক্টোবর ১২, ২০২৫ - ৫:০৩ পূর্বাহ্ন

পবার দর্শনপাড়ায় বিএনপি নেতা মিলনের পথসভা

  • আপডেট: Saturday, October 11, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক পবা মোহনপুর আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বিএনপি’র মৃত্যবরণকারী নেতাকর্মী ও তাদের নিকট আত্মীয়দের কবর জিয়ারত করেন।

তিনি শনিবার দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিভিন্ন কবরস্থানে যান এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া করেন। সেইসাথে তিনি সংক্ষিপ্ত পথসভাও করেন। এ সময়ে তিনি বলেন, তিনি কিছুদিনের জন্য দেশের বাহিরে ছিলেন।

এরমধ্যে বেশ কয়েকজন বিএনপি নেতা এবং বিএনপি নেতাদের নিকট আত্মীয়স্বজন মৃত্যুবরণ করেছেন। এজন্য সে সময়ে তিনি আসতে পারেনি। বিদেশ থেকে দেশে ফিরেই তিনি এখানে এসেছেন কবর জিয়ারত ও মরহুমদের পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানাতে। তিনি প্রতিটি পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান।

কবর জিয়ারত শেষে উপস্থিত শতশত নেতাকর্মীদের অনুরোধে তিনি সংক্ষিপ্ত পথসভা করেন।

এ সময়ে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে একটি দল নানা ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে। এছাড়াও নির্বাচন হলে তারা অবৈধ প্রভাব খাটানোর জন্য এখন থেকেই গভীর ষড়যন্ত্র করছে। এই সকল অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দিতে প্রতিটি ওয়ার্ডে ও পাড়ায় পাড়ায় নির্বাচন কমিটি গঠন করার পরামর্শ দেন তিনি। সেইসাথে ঐ সকল ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, দল যাকে মনোনয়ন দেবে, তার হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোরশেদ আলী মাস্টার, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রমজান আলী, সাবেক সভাপতি ইবরাহিম খান, পবা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান, কৃষক দলের আহবায়ক আকমাল হোসেনসহ দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।