ঢাকা | অক্টোবর ১২, ২০২৫ - ৫:৩৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে: সামান্তা শারমিন

  • আপডেট: Saturday, October 11, 2025 - 9:00 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে মেডিকুলাসের ডিজাইন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এটাকে আপনারা কোনভাবে হালকাভাবে দেখবেন না। তারা আপনাদেরকে বিদেশ পাঠিয়ে দেশটাকে দখল করতে চেয়েছিলো।

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ)।

তিনি আরও বলেন, ‘আপনারা মনে করবেন যে, আপনার স্বপ্ন আছে আপনি বিজ্ঞান নিয়ে আরও কাজ করবেন, জেনেটিক্স নিয়ে কাজ করবেন, রোবটিক্স নিয়ে করবেন। আপনাকে এ দেশে সে সুযোগ দেয়া হবে না। আপনাকে বিদেশ যেতে হবে। আপনি হতাশ হবেন।’

সংগঠনটি তিনব্যাপী একটি অ্যাস্ট্রোক্যাম্পের আয়োজন করেছে। ক্যাম্পের শেষ দিনে এ আলোচনা সভা আয়োজিত হয়েছে। এ বছরের ক্যাম্পে রাজশাহী ও বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১১’শ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এনসিপির এই নেত্রী বলেন, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় পর্যন্ত করা হচ্ছে। কিন্ত তার কোয়ালিটি কী হবে এর কোনো রূপকল্প নেই। একটা সোসাইটি বা জাতি এলোমেলো হলে সে সব ক্ষেত্রে এলোমেলো হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এটাকে আপনি প্রক্রিয়াগত জায়গায় থেকে সলভ করতে হবে। এর জন্য একটা বড় জায়গা ছিল এই অন্তর্বর্তীকালে সরকারের আমলে। আমরা একটা শিক্ষা কমিশন চেয়েছিলাম। কিন্ত সরকারের পক্ষ থেকে সেটা করা হয়নি।’

এ ছাড়াও আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তরুণ নারী নেত্রী উমামা ফাতেমা, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামস ইসলাম, ইন্সটিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী সাঈদ আহমেদ, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক রেজাউল করিম উপস্থিত ছিলেন।