ঢাকা | অক্টোবর ১২, ২০২৫ - ১:৪০ পূর্বাহ্ন

সাংবাদিক সবুরকে লাঞ্ছিত করার প্রতিবাদ গণঅভ্যুত্থান ২৪ চেতনা পরিষদের

  • আপডেট: Saturday, October 11, 2025 - 9:55 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীর সিনিয়র সাংবাদিক দৈনিক দিনকাল পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ও গণ অভ্যুত্থান ২৪ চেতনা পরিষদের সদস্য আব্দুস সবুরের ওপর সাংবাদিক পরিচয়দানকারী মাসুদ আলমের হামলা ও ঔদ্ধত্য আচরণের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে গণ অভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ রাজশাহী।

এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক পরিচয়দানকারী মাসুদ আলম প্রকৃত পক্ষে কোন পত্রিকার সাংবাদিক না। এরপরেও সে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ায়। এরই প্রেক্ষিতে সে গত বুধবার রাত ৯ টার দিকে রাজশাহীর সিনিয়র সাংবাদিক আব্দুস সবুরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় সে সাংবাদিক সবুরের বাইকের গতি রোধ করে তাঁকে দাঁড় করিয়ে চরম ঔদ্ধত্বপূর্ণ আচরণ করে।

সে সাংবাদিক আব্দুস সবুরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং অকথ্য ভাষায় গালাগাল করে। একজন ভুয়া সাংবাদিক রাজশাহীর একজন সিনিয়র সাংবাদিককে এভাবে হেনস্থা করায় এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণ অভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ রাজশাহী। এক প্রতিবাদ বার্তায় ভুয়া সাংবাদিক মাসুদ আলমের এরকম ধৃষ্ঠতাপূর্ণ আরচণের জন্য তাকে দোষী সাবস্ত্য করে আইনের হাতে তুলে দিয়ে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে পরিষদের পক্ষ থেকে।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ রাজশাহীর সভাপতি বিশিষ্ট নদী গবেষক মাহবুব সিদ্দিকী, সহ-সভাপতি যথাক্রমে ডা: নাজিব ওয়াদুদ, সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, রাবি রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ, সাধারণ সম্পাদক ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব।

নির্বাহী সদস্য যথাক্রমেÑ বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এস মনিরুল ইসলাম জোহা, রিডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, বিশিষ্ট সাংবাদিক সরদার আবদুর রহমান, রাবি হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দিল আরা হোসেন, বিশিষ্ট সাংবাদিক রেজাউল করিম রাজু, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ডা: আফজালুর রহমান সিদ্দিকী মুকুল, রাজশাহী জজ কোর্টের জিপি অ্যাড. মাইনুল আহসান পান্না, রাকাবের সহকারী মহাব্যবস্থাপক কবি মোস্তাক রহমান।