ঢাকা | অক্টোবর ১২, ২০২৫ - ১:৪০ পূর্বাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট: Saturday, October 11, 2025 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: ‘বঞ্চনা নয়, চাই মর্যাদা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নগরীর জিরো পয়েন্ট এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় । বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক কামরুল আহসান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল।

সমাবেশে তিনি বলেন, আমাদের দাবি একটাই, সকল বৈষম্য দূর করতে হবে। জুলাই বিপ্লবের পরে শিক্ষক দের দাবি ছিল সকল ক্ষেত্রে বৈষম্য দূর করা হবে। কিন্তু আমরা দেখলাম আমাদের ন্যায্য দাবি তারা মেনে নিতে রাজি নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতসহ গোটা বিশ্বে শিক্ষকদের বিভিন্ন সুবিধা দেয়া হয়ে থাকে। তাহলে আমরা কেন শিক্ষকের সুযোগ সুবিধা দিতে পারব না। মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে শিক্ষক দের অপমান করা হয়েছে। অথচ শিক্ষকদের দাবি ছিল ১০০% বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে।

এসময় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. কামরুল আহসান, সেক্রেটারি প্রফেসর ড. কুদ্দুসর রহমান, আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম, সেক্রেটারি তৌহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মাহবুব হোসেন, আদর্শ কিন্ডার গার্ডেন পরিষদের সভাপতি রিপন, শিক্ষক পরিষদ রাবি শাখার সভাপতি প্রফেসর ড. সকিলুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।