রাজশাহীতে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: প্রতি বছরের মতো এবারও সনাতন বিদ্যার্থী সংসদ, রাজশাহী শাখার আয়োজনে ‘বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকাল চারটায় শহরের বরেন্দ্র কলেজ মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে গত ১২ এবং ১৩ সেপ্টেম্বর যথাক্রমে বরেন্দ্র কলেজ মিলনায়তন ও রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু অ্যাকাডেমিতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক সনাতনী শিক্ষার্থী এই ‘বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা’য় অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালয়া উদযাপন কমিটি ২০২৫-এর আহ্বায়ক ও সনাতন বিদ্যার্থী সংসদের রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি ইন্দ্রানী ব্যানার্জি মৌমিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা ও রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু অ্যাকাডেমির প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার।
এসময় সনাতন বিদ্যার্থী সংসদের রাজশাহী জেলার আহ্বায়ক সঞ্জীবন কুমার ব্যানার্জী, সনাতন বিদ্যার্থী সংসদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রনি সরকার, সনাতন বিদ্যার্থী সংসদের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক জীবন রবিদাসসহ সনাতন বিদ্যার্থী সংসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বিদ্যার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সব বিদ্যার্থীদের জন্যই সাধারণ পুরস্কারের ব্যবস্থা করা হয়।
সোনালী/জগদীশ রবিদাস