ঢাকা | অক্টোবর ১২, ২০২৫ - ১:৪০ পূর্বাহ্ন

রাজশাহীতে আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, October 11, 2025 - 10:16 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি ও আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প। কর্মশালায় বক্তারা বলেন, ‘আইনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা শুধুমাত্র আদালতের কাজ নয়, এটি সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব। সচেতন নাগরিকরাই রাষ্ট্রের প্রকৃত শক্তি। নাগরিকরা যদি নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সজাগ থাকে, তবে সমাজে অন্যায়, বৈষম্য ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না।’
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহিদ ইবনে মিরাজের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক জিএম আতিকুর রহমান জামালী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী সচিব মুহাম্মদ হারেস।

বিশেষ অতিথি ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল হালিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, রাজশাহী নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাদিয়া সুলতানা, ডেপুটি সিভিল সার্জন মাহবুবা খাতুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহিম মিয়া।