বাগমারায় মৎস্যচাষিকে হত্যার হুমকি নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বাগমারা প্রতিনিধি: বাগমারায় মাছ চাষ নিয়ে বিরোধে দুটি হত্যাকাণ্ড সংঘটিত হওয়া আলোচিত জোকা বিল মৎস্য চাষ প্রকল্পের হিসাবরক্ষক সাজ্জাদুর রহমান মিঠুকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অব্যাহত হুমকির কারণে প্রায় এক সপ্তাহ ধরে তিনি বাড়ি ফিরতে পারছেন না।
এই পরিস্তিতিতে জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার চকগোবিন্দ গ্রামে এক বন্ধুর বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী সাজ্জাদুর রহমান মিঠু। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নরদাশ ইউনিয়নের জোকা বিলে প্রকল্পের মাধ্যমে মাছ চাষকে কেন্দ্র করে এ পর্যন্ত দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এবার টার্গেট করা হয়েছে তাকে।
তিনি ‘জোকা বিল মৎস্য চাষ প্রকল্পের’ হিসাবরক্ষক ছিলেন। এ কারণে কয়েকজন সদস্য চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এর আগে প্রকল্পের হিসাব করে বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষের ৫ জন করে লোক নিয়ে সালিশ বৈঠকে বসা হলেও অপর পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তা ভেস্তে গেছে।
তার বিরুদ্ধে ৬২ লাখ টাকা আত্নসাতের মিথ্যা অভিযোগ এনে কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে সেই টাকা আদায়ের অজুহাতে তাকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। এমনকি সালিশ বৈঠকে জোর করে তাকে ধরে এনে প্রকাশে খতম করে দেয়ারও হুমকি দেয়া হচ্ছে।
এই পরিস্থিতিতে জীবনের নিরাপত্তার অভাবে থানায় গিয়ে তিনি জিডিও করতে পারছেন না। কাজেই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে বিষয়টির সমাধানসহ জীবনের নিরাপত্তার জন্য দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাজ্জাদুর রহমান মিঠু।