পুঠিয়ায় চাচার বিরুদ্ধে চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ৪ বছরের শিশুকে আপন চাচা দ্বারায় বলাৎকার করার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া পালপাড়া এলাকায়।
শনিবার দুপুর ১টার সময় এই ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী জানায়, কানাইপাড়া গ্রামের নবীনের ছেলে রাহুল (১৬) তার আপন ভাতিজা আজিজুল হোসেন ছোট চার বছরের শিশু ছেলেকে চুলকানিতে মলম দেয়ার কথা বলে বলাৎকার করার অভিযোগ পাওয়া গিয়েছে।
শিশুটির মা সেলিনা বেগম বলেন, প্রথমে আমার দেবর রাহুল কমল পানি পান করার জন্য বলে। আমি পান করতে অস্বীকৃতি জানালে সে চলে যায়। তার কিছুক্ষণ পর রাহুলের ঘর থেকে আমার ছেলে চিৎকারের শব্দ শুনে পাই।
তারপর ঘরের ভেতর থেকে আমার ছেলেকে উদ্ধার করি। ছেলে চিৎকারের ব্যাপারে জানতে চাইলে সে বলেন, চাচা আমাকে নির্যাতন ও বলাৎকার করেছেন।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, চাচাকে এলাকাবাসীর রোশানল থেকে উদ্ধার করা হয়েছে। সে বর্তমানে থানার হেফাজতে রয়েছে। শিশুর পরিবার হতে মামলার প্রস্তুতি চলছে।