আড়ানী ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্টিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। নির্বাচনে শামসুল ইসলাম বাবুল (দেয়াল ঘড়ি) মার্কা ১২০ ভোট, আবদুর রশিদ (টেবিল ফ্যান) মার্কা ১০৩ ভোট এবং শামসুল ইসলাম (ফুটবল) মার্কা ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী হয়েছেন ৩ জন।
একজন অভিভাবক তিনটি করে ভোট প্রয়োগ করেন। মোট ভোটার সংখ্যা ২০২ জন। পরাজিত প্রার্থীরা হলেন-সামসুজ্জোহা (গালাপ ফুল) মার্কা ৭১ ভোট, জালাল উদ্দিন (বই) মার্কা ৫৮ ভোট, আসাদুল ইসলাম (গ্লাস) মার্কা ৩৯ ভোট, আনোয়ার হোসেন (কলাম) মার্কা ১৭ ভোট, শহিদুল ইসলাম (দোয়াত) মার্কা ২৪ ভোট পেয়েছেন। এ বিষয়ে আড়ানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন আক্তার বলেন, নির্বাচন সুন্দরভাবে সম্পূর্ণ করা হয়েছে।