সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুসহ দুইজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে গরু বোঝাই ভটভটির ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের চালক ও একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাড়াশ পৌর এলাকার নওগাঁ-তাড়াশ আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তাড়াশ পৌর সদরের দক্ষিণ পাড়ার রফিকুল ইসলামের ছেলে জনি (১২) ও কোহিত মহল্লার ভ্যানচালক হাইপোত আলী (৪৫)। পুলিশ জানায়, সকালে হাইপোত আলীর ব্যাটারিচালিত অটোভ্যানে হাঁস-মুরগি নিয়ে নওগাঁ হাটে বিক্রি করতে যাচ্ছিল জনি। পথে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় গুরুতর আহত হন দ’ুজনই।
এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।